ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ের মূল ফটকের সামনে মঙ্গলবার কলেজ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন কর্মসূচি সংঘটিত করেছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের বক্তব্য ছিল যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয়ে ব্যাক পেয়েছে তাদের ইমপ্রুভমেন্ট টেস্ট পরীক্ষার ব্যবস্থা করে আবার একটা সুযোগ দেওয়া হোক। এর আগে প্রদেশ কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI কে লক্ষ করে বিভিন্ন স্লোগান দিয়ে তা সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাজধানীর কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এনএসইউআই রাজ্য সভাপতি সম্রাট রায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি জানান, ছাত্র-ছাত্রীদের স্বার্থে যে কোন সংগঠন আন্দোলন করতেই পারে কিন্তু কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করার কোন মানে নেই। তাই এটা অত্যন্ত নিন্দা জনক বলে তিনি জানান l