জমির বিনিময়ে রেলে চাকরি’ মামলায় সম্প্রতি একসঙ্গে ২৪টি জায়গায় হানা দেয় ED। বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লালু-পুত্র তেজস্বীর দিল্লির বাড়িতে চলে তল্লাশি। এছাড়াও লালুর তিন মেয়ে রাগিনী, চন্দা ও হেমার বাড়িতে হানা দেন ED-র গোয়েন্দারা। সূত্রের খবর, দীর্ঘক্ষণ ধরে চলা তল্লাশিতে আয় বহির্ভূত এক কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে।ED সূত্রে খবর, নগদ টাকার পাশাপাশি প্রায় দেড় কেজি সোনার গয়না, ৫৪০ গ্রামের সোনার বার ও ১ হাজার ৯০০ মার্কিন ডলার উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ইলেক্ট্রনিক্স ডিভাইসও।
কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, তল্লাশিতে আরও ৬০০ কোটি টাকার হদিশ পেয়েছে তাঁরা। তবে সেই টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ধাপে ধাপে ওই টাকাও বাজেয়াপ্ত করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ED।প্রসঙ্গত, গত সপ্তাহেই পাটনায় লালু-পত্নী রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করেন আরেক কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI-র আধিকারিকরা। এর পরই শুক্রবার দিল্লি, রাঁচি, মুম্বই ও পাটনায় লালু পরিবারের সদস্যদের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দারা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ইনফ্লুয়েঞ্জা সতর্কতায় শনিবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচটিব এবং স্বাস্থ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ
Next post রাজ্যে বর্তমানে রক্ত সঙ্কট চলছে
%d bloggers like this: