বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে ত্রিপুরা সিভিল সার্ভিস এসোসিয়েশন ও বিশালগড় মহকুমা প্রশাসনের যত উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, রবিবার দুপুর একটা ত্রিশ মিনিটে, জানাযায় রক্তদান জীবন দান রাজ্যের রক্তের স্বল্পতার দূরীকরণের জন্য রাজ্যের প্রত্যেকটি সামাজিক সংস্থা থেকে শুরু করে রাজ্যের সমস্ত জনসাধারণ প্রতিনিয়ত বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলোতে যেন রক্তের স্বল্পতার দরুন কোন ব্যক্তির প্রাণহানি না হয় সেদিকে লক্ষ্য রেখে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার নির্দেশে প্রতিনিয়ত গ্রাম থেকে শুরু করে জেলা ও শহর পর্যন্ত প্রত্যেকটি জনসাধারণের প্রতিনিয়ত এ রক্তের স্বল্পতা দূরীকরণের জন্য অবিরাম বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন তারই অঙ্গ হিসেবে রবিবার দুপুর একটা ত্রিশ মিনিটে ত্রিপুরা সিভিল সার্ভিস এসোসিয়েশন ও বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশাল মহকুমা শাসক কার্যালয়ে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত মেঘা রক্তদান শিবিরের উপর একটা ৩০ মিনিটে শুভ সূচনা করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাছাড়াও এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিদায়িকা অন্তরা সরকার দেব, প্রদেশ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সভাপতি নবাদল বনিক, সিপাহীজলা জেলাশাসক সন্দীপ আর রাঠোর, বিশালগড় মহকুমা শাসক বিনয়-ভূষণ দাস, ত্রিপুরা সিভিল সার্ভিস এসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটির সভাপতি সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান শুরুতেই ছোট চারা গাছের মধ্যে পানীয় জল প্রদানের মধ্যে দিয়ে শুভ অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রফেসর ডঃ মানিক সাহা মুখ্যমন্ত্রী । উক্ত মুহূর্তে অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জেলাশাসক সন্দীপ আর রাঠোর, পরবর্তী সময়ে রাজ্যের রক্তস্বল্পতা দূরীকরণে রাজ্য সরকার প্রতিনিয়ত এগিয়ে রয়েছেন এবং যখন কোথাও কোনো রকম রক্তে সল্পতা দূরীকরণের জন্য কখনো কোনো সংস্থা এগিয়ে আসেন সেই সমস্ত সংস্থাগুলোকে সার্বিকভাবে রাজ্য সরকার সহায়তা করবেন। বিভিন্ন ক্যাম্প করার জন্য যা করনীয় রাজ্য সরকার করে যাবেন। প্রত্যেক ব্যক্তিকে রক্তদানের মহতী যে গর্বের বিষয় জনগণের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে তুলে ধরতে হবে প্রত্যেক মানুষকেই রক্ত দান করা অত্যন্ত প্রয়োজন কেননা রক্তদান জীবন দান আর মানব সমাজে রক্তদান করাটা যে কতটুকু মহতি কাজ সেই সম্বন্ধে অনুষ্ঠানে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।