এিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এর অনুমোদিত কোচ এবং সিলেক্টারদের নিয়ে মঙ্গলবার এম.বি.বি স্টেডিয়ামের ক্লাব হাউসে বৈঠক করেন এিপুরা হেড কোচ ল্যান্স ক্লুজনার। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত পেইড কোচ এবং সিলেক্টাররা | প্রত্যেকেই ত্রিপুরা দলের নতুন কোচের সঙ্গে কথা বলে নিজেদের মত বিনিময় করেন | পাশাপাশি আগামী দিনে ত্রিপুরা ক্রিকেট দলকে কি করে আরও শক্তিশালী করা যায় সে বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট তিমির চন্দ্ |