2022 সালের এর টি আর বি টি পরিচালিত Tet 1 ও Tet 2 পরীক্ষার প্রশ্নপত্রে কিছুটা ভুল ছিল l এবার এই অভিযোগ এনে টি আর বিটি পরীক্ষার্থীরা শুক্রবার শিক্ষা ভবনে যায় l সেখানে গিয়ে তারা trbt বোর্ড কর্তৃপক্ষ এর সঙ্গে দেখা করে। তাদের দাবি প্রশ্নপত্র ভুলের ব্যাপারে যেন টি আর বিটি বোর্ড একটু বিবেচনা করে দেখে l এবিষয়ে এদিন এক পরীক্ষার্থী জানায়, এনিয়ে আমরা 5 বার এসেছি তাদের সঙ্গে দেখা করতে l 2021 সালেও প্রশ্নপত্র এ ভুল হয়েছিল l এরপর বোর্ড তা ঠিক করে দিয়েছে l এবার ও যাতে বোর্ড তা গুরুত্ব সহকারে দেখে বলে তারা আবেদন জানায়

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে পাম্প অপারেটরদের রাজপথে মিছিল
Next post উন্নত চিকিৎসা পরিষেবায় আরও এক ধাপ এগোল রাজ্য।
%d bloggers like this: