বিশালগড় অফিসটিলা এলাকায় ভয়াবহ অগ্নিসংযোগ, অল্পতে রক্ষা পায় পার্শ্ববর্তী বাড়িঘর।
ঘটনা বিবরণের জানাজায় মঙ্গলবার সকাল ১০ঃ৩০ মিনিট নাগাদ বিশালগড় অফিসটিলা এলাকায় একটি পরিত্যক্ত জায়গাতে নেশাগ্রস্ত যুবকরা অগ্নিসংযোগ ঘটায় আগুনের লেলিহানসিখা দেখতে পেয়ে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদেরকে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে স্থানীয় এলাকাবাসী জানান নেশাগ্রস্ত যুবকরা আগুন লাগিয়েছে।
বিশালগড় অফিসটিলা এলাকায় নেশাগ্রস্ত যুবকদের তাণ্ডবে অস্থির এলাকার জনসাধারণ।
জানা যায় অফিসটিলা এলাকায় একটি পরিত্যক্ত জায়গাতে নেশাখোর যুবকরা আগুন লাগিয়েছে পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে আর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সহযোগিতায় রক্ষা পায় অফিসটিলা এলাকার পার্শ্ববর্তী বাড়িঘর।