তিনটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রের জন্য বিধায়কের উদ্যোগে তৈরি করে দেওয়া হয়েছে প্রশান্তি নিলয় নামে বিশ্রামাগার | বিশালগড় মহকুমার বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ও করইমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষার্থীর অভিভাবকদের বিশ্রামের জন্য তৈরি করে দিয়েছে প্রশান্তি নিলয় | বিধায়ক সুশান্ত দেবের ঐকান্তিক চেষ্টায় এগুলি স্থাপন করা হয়েছে | বৈদ্যুতিন পাখা সহ পানীয় জল সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয় গুলিতে | এদিন সব কয়টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন বিধায়ক সুশান্ত দেব | কথা বলেন অভিভাবকদের সাথে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ইমিগ্রেশনে খোলা হল ফুড সেন্টার
Next post রাজ্যপালদের আরও সতর্কভাবে ক্ষমতা ব্যবহার করা উচিত। শিব সেনা বিতর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের।
%d bloggers like this: