
অযোধ্যার পর এবার বদ্রীনাথেও হারের মুখোমুখি শাসক বি জে পি। সম্প্রতি দেশের লোকসভা নির্বাচন সাঙ্গ হয়েছে। বেরিয়ে এসেছে দেশের মানুষের রায়। আর এই রায়ে শাসক বি জে পি ক্ষমতায় বসলেও একক ভাবে সরকার বানাতে পারেনি এবার বি জে পি। এন ডি এ জোট ক্ষমতায় বসেছে কিন্তু সবটাই নির্ভর করছে নিতিশ কুমার এবং চন্দ্র বাবু নাইডুর উপর। এদিকে ২৪’র লোকসভা ভোটের প্রচারে ধর্ম ছিল নেতাদের মুখে মুখে। রাম মন্দির ছিল মূল ইস্যু। কিন্তু সেই রাম মন্দির যেখানে অবস্থান করছে সেখানেই হারের মুখোমুখি হয়েছে বি জে পি। সমাজবাদী পার্টির প্রার্থী অয়াধেশ প্রসাদের কাছে বি জে পি প্রার্থী লালু সিং প্রায় ৫৪,৪০০ ভোটের ব্যাবধানে হেরে যায়। এরপর থেকেই বিরোধী শিবির এটাকে ইস্যু করেছে। তারা বলছেন বি জে পি হিন্দুত্বের কার্ড খেলেও রাম মন্দির ইস্যু কে মানুষ বড় করে দেখেনি, মানুষ কাজ এবং বেকারত্বকে প্রাধান্য দিয়েছে। এই ইস্যুতে শেষ হওয়া সংসদ অধিবেশনেও বিরোধী দলনেতা রাহুল গান্ধী মোদী সরকারকে নিশানা করেছে; অযোধ্যায় বি জে পি’র হার ইস্যু চলাকালীন-ই শনিবার দেশের ১৩ টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের ফলাফল বেরিয়ে এসেছে। যেখানে জোড় ধাক্কা খেয়েছে বি জে পি, উল্টোদিকে বিরোধী জোট INDIA বাজিমাত করেছে। ১৩ টির মধ্যে ১০ টিতেই বিরোধীদের জয়। এর থেকেও বড় বিষয় শাসক বি জে পি ধাক্কা খেয়েছে বদ্রীনাথ বিধানসভা কেন্দ্রেও। সেখানে কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয় ছিনিয়ে এনেছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথ বিধানসভা কেন্দ্রে বি জে পি প্রার্থী রাজেন্দ্র সিং ভাণ্ডারীকে ৫২২৪ ভোটে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী লাখাপত সিং বাটোলা। এরপরেই দেশ জুড়ে আবারো অযোধ্যার পাশাপাশি বন্দ্রীনাথ ইস্যুতে বি জে পি কে আক্রমন করা হচ্ছে। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করে পবন খেড়া বি জে পি কে নিশানা করেছে।