কৈলাসহর কীর্তনতলী এলাকায় ছিন্নমস্তা কালীবাড়ির সম্মুখে নির্মিয়মান বিকল্প জাতীয় সড়কে অল্টো ও টিয়াগো অটোর মধ্যে সংঘর্ষে মৃত এক। গুরতর আহত ৫জন।ঘটনাকে কেন্দ্র করে কীর্তনতলী এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায় যে, মঙ্গলবার দুপুরে নির্মিয়মান বিকল্প জাতীয় সড়কের কীর্তনতলী এলাকার ছিন্নমস্তা কালীবাড়ির সম্মুখে TR02B 4019 নম্বরের টিয়াগো অটোকে একটি অল্টো গাড়ী মাত্রাতিরিক্ত গতিতে বেপোয়ারা ভাবে পেছন থেকে ধাক্কা দেয়, অল্টো গাড়ীটি এতোটাই জোড়ে ধাক্কা দেয় যে, অটোর চালক সৈনিক দেব গাড়ীর সামনের গ্লাস ভেঙ্গে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে যায় এবং অটোতে থাকা বাকি যাত্রীরা পেছনের সিট থেকে সামনে চলে আসে। স্থানীয়রা বিকট শব্দ ও আহতদের আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসে। অটোচালক ঘটনাস্থলেই প্রাণ হারায়। স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক। দুর্ঘটনার সুযোগে ঘাতক অলটো গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে জানা যায় নিহত অটো চালকের নাম সৈনিক দেব বাড়ী কৈলাসহর বরইতলী এলাকায়। আসামের কুকিতল থেকে কৈলাসহর, খোয়াই হয়ে আগরতলা যাবার 208A বিকল্প জাতীয় সড়ক ও নির্মাণের কাজ প্রায় শেষের পথে, ছোট থেকে বড় প্রতিটি যানবাহনই নির্মীয়মান এই জাতীয় সড়কে মাত্রাতিরিক্ত গতিতে যানবাহন চালাচ্ছে, অতিরিক্ত গতির কারণে প্রায়শই নিয়ন্ত্রণ হারিয়ে ছোট থেকে মাঝারি দুর্ঘটনা ঘটছে। আজকের এই ভয়াবহ দুর্ঘটনার পেছনেও রয়েছে নিয়ন্ত্রণহীন গতি, কীর্তনতলী এলাকায় বাক নিতে গিয়েই বেপরোয়া অলটো গাড়িটি টিয়াগো অটোকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এক তরতাজা অটোচালকের প্রান গেল এই গতির কারনে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মরণোত্তর দেহ দান নিয়ে বিপাকে মৃতের পরিবার
Next post দিল্লি হাটে কুইন পাইনাপেলের মেলার আয়োজন করা হয়েছে।
%d bloggers like this: