রাজ্যে নয়া মন্ত্রীসভা গঠন করার পর রবিবার এই প্রথম
আই পি এফটি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় l এদিন আগরতলা প্রেস ক্লাবে হয় এই অনুষ্ঠান l এদিন বৈঠকের পাশাপাশি জোলাইবাড়ি কেন্দ্রের আই পি এফটি দলের জয়ী প্রার্থী শুক্লা চরণ নোয়াতিয়াকে সংবর্ধনা দেওয়া হয় দলের তরফে। তিনিই এবার বিধানসভা নির্বাচনের আই পি এফ টি দলের একজন বিধায়ক তথা মন্ত্রী l তিনিই একমাত্র মন্ত্রী যিনি বিজেপি দলের সঙ্গে জোট বেঁধে সরকারে এসেছেন l এদিন দলের তরফ থেকে সম্বর্ধনা পেয়ে আপ্লুত নয়া মন্ত্রী lএক সাক্ষাৎকারে নয়া মন্ত্রী বলেন, সি পি আই এম একটি রাজনৈতিক দল। বিজেপি একটি রাজনৈতিক দল l সকল দলই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, কোন এক দল নির্বাচনে জয়ী হয়, অন্য দল হেরে যায়, এটাই নির্বাচন l