কলকাতা যেতে এখন আর বিমানের জন্য অপেক্ষা করতে হবে না। এবার ট্রেনে চড়েই আগরতলা থেকে কলকাতা যাওয়া যাবে। যাত্রীদের কথা মাথায় রেখেই বুধবার বাধারঘাট রেল স্টেশনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে আগরতলা-কলকাতাগামী বিশেষ ট্রেন পরিষেবা চালু হল। পতাকা নেড়ে ট্রেন পরিষেবা চালু করেন তিনিl অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল মন্ত্রকের অন্যান্য আধিকারিকরা। পরিষেবা চালু করার পর এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, জীবনকে গতি দেওয়ার জন্য একটা মাধ্যম হচ্ছে ভারতীয় ট্রেন। আজকে ত্রিপুরা রাজ্যে এই বিশেষ ট্রেন পরিষেবা চালূ করা সম্ভব হয়েছে একজন আধিকারিকের জন্য। তিনি হলেন লামডিংয়ের প্রেম কুমার রঞ্জন। এখন থেকে প্রতি বুধবার এই বিশেষ ট্রেনটি চলাচল করবে। বর্তমানে এই ট্রেনে ১১টি বগি রয়েছে। প্রয়োজনে ২২টি বগি করা হবে বলে মন্ত্রী প্রতিমা ভৌমিক জানান। এই বিশেষ ট্রেন পরিষেবা চালু হওয়ায় খুশি রাজ্যবাসি।