আগরতলায় শুরু হয়েছে গ্রুপ অফ টুয়েন্টি’র (জি -২০) সামিট। এদিন স্থানীয় সময় সকাল ৯ টা থেকে সদস্য দেশ থেকে আগত প্রতিনিধিদের নিয়ে আলোচনা শুরু করে। রাজধানীর আগরতলার হাঁপানিয়া এলাকার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের ইনডোর অডিটোরিয়ামে এই আলোচনা শুরু হয়। এরপর বেলা ১১টা নাগাদ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা ইনডোর হলে এক্সিবিশন সেন্টারে প্রদর্শনী সূচনা করেন ও ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে মিলিত হন।
মুখ্যমন্ত্রী বলেন ছয়টি থিমকে সামনে রেখে ভারতের সামিট অনুষ্ঠিত হচ্ছে। রাজ্য হচ্ছে বিজ্ঞান সামিট। মূল আলোচনার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের পর্যটন এবং ব্যবসা-বাণিজ্যের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ত্রিপুরার রাজ্যে বিপুল পরিমাণ বায়োগ্যাস এবং বাঁশ রয়েছে। এই বাসগুলিকে কাজে লাগিয়ে জ্বালানি এবং শক্তি উৎপাদনের বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রতিনিধিরা। রাজ্যে বাঁশ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিয়েতনামকে মডেল করার পরামর্শ দিয়েছেন প্রতিনিধিরা। সেই সঙ্গে বাঁশ থেকে হাইড্রোজেন তৈরির বিষয়েও গুরুত্ব দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।