পাখির চোখ’ কর্নাটক। ফের কর্নাটকে নির্বাচনী প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল তথা শনিবারই বেঙ্গালুরুতে রোড শো করবেন তিনি। শুধু তাই নয়, আগামী ৬ দিনে কর্নাটকে ২২টি ব়্যালি করবেন নরেন্দ্র মোদী। যার মধ্যে একদিনে ৩টির বেশি ব়্যালি করবেন তিনিl বিজেপি সূত্রে খবর, আগামী ২৯ এপ্রিল দু-দিনের কর্নাটক সফরে যাবেন নরেন্দ্র মোদী। সেদিনই তিনি হুমনাবাদ, বিজয়পুরা, কুদাচি এবং উত্তর বেঙ্গালুরুতে ব়্যালি করবেন। তার পরদিন, ৩০ এপ্রিল কোলার, চান্নাপাট্টনা এবং বেলুরে ব়্যালি করবেন তিনি। দু-দিনের এই সফর সেরে প্রধানমন্ত্রী দিল্লি ফিরে আসবেন। আগামী তেসরা মুদাবিদরি, কারওয়ার এবং কিত্তুরে জনসভা করবেন।এরপর আবার ৬ মে চিত্তপুর, নানজানগুড়, তুমাকুরু (গ্রামীণ) এবং দক্ষিণ বেঙ্গালুরুতে সভা করতে পারেন নমো। এছাড়া ৭ মে বাদামি, হাভেরি, শিবামুগা (গ্রামীণ) এবং মধ্য বেঙ্গালুরুতে চারটি ব়্যালি করবেন তিনি। আসন্ন নির্বাচনে বিজেপি যে কর্নাটক ধরে রাখতে মরিয়া, তা খোদ প্রধানমন্ত্রীর পরপর জনসভা এবং ব়্যালি থেকেই স্পষ্ট।