রবিবার ছিল ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের ত্রিপুরা রাজ্য শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন l এদিন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, জার্নালিস্ট ইউনিয়নের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সাবিনা ইন্দ্রজিৎ, সংগঠনের সর্বভারতীয় সভাপতি গিতার্থ পাঠক ও জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা। সভায় সারাদেশ থেকে আগত বিশিষ্ট সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ জগতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি পেশাদারিত্ব, নিরাপত্তা, সততা এবং জনগণের কণ্ঠস্বর হিসাবে সংবাদ জগতের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।