আজ রাজধানীর বাণিজ্য ভবনে লাইসেন্স ক্যাম্প অনুষ্ঠিত হয় ।ত্রিপুরা হোল সেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয় এই ক্যাম্প। আয়োজিত লাইসেন্স ক্যাম্পে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরও অনেকে। এদিন ট্রেড লাইসেন্স, FSSAI লাইসেন্স, লিগ্যাল মেট্রোলজি লাইসেন্স, সম্পত্তি কর এবং তৌজি ভাড়া ইত্যাদি প্রদানের জন্য ত্রিপুরা হোল সেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। শিবিরে মেয়র উনার ভাষণে বলেন, অনেক ব্যবসায়ীরাই ব্যবসা করছে, অর্থ উপার্জন করছে, কিন্তু ট্যাক্স বা কর দিচ্ছে না। তাদের অনেক টাকা বকেয়া রয়ে গেছে। তা সত্ত্বেও সরকার ওই ব্যবসায়ীদের ব্যবসা করতে দিচ্ছে । একমাত্র বিজেপি সরকার থাকার কারনেই তা সম্ভব হচ্ছে বলে তিনি জানান।