আজাদীকা অমৃত মহোৎসব অঙ্গ হিসাবে বিশালগড় থানায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুর ১২ টা নাগাদ আজাদীকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে বিশালগড় থানায় পালিত হলো এক রক্তদান শিবির উক্ত এই রক্তদান শিবিরে বিশালগড় থানার পুলিশ কর্মীরা রক্তদান করার জন্য সামিল হয়েছেন।
এই রক্তদান শিবিরে মোট ২০ জন রক্তদাতা রক্ত দান করেন।
আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশালগড় থানার SDPO রাহুল দাস তা ছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় থানার ওসি হিমাদ্রি সরকার সহ ট্রাফিক DSP ফিরোজ মিয়া সহ অন্যান্য পুলিশ কর্মীরা।