ত্রিপুরায় প্রবেশের মুখে আসামে আটক প্রচুর ফেন্সিডিল!!
ঘটনা আসাম সীমান্তে চুড়াইবারি চেক পোস্টে। গুয়াহাটি থেকে আগরতলা গামী এমএইচ ৪০ বিএল ৭৯৪৮ নম্বরের ছয় চাকার কন্টেইনার লরি থেকে ৩০০০ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করে আসাম পুলিশ। আটক করা হয় লড়ির দুই চালককে