রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতনক্রম ও ১০৩২৩ চাকুরীচুত্য শিক্ষক-শিক্ষিকাদের সমস্যার স্থায়ী সমাধান সহ মোট ছয় দফা দাবিতে এবার আন্দোলনে নামবে কনফেডারেশন অফ ফ্রি ট্রেড ইউনিয়নস অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটি। মোট ছয় দফা দাবি পূরণের আহ্বান জানিয়ে সংগঠন ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে। শুধু তাই নয় দাবিগুলি আদায়ের লক্ষ্যে সংগঠন আগামী ১৩ নভেম্বর আগরতলা তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে চার ঘন্টার গণ অবস্থান সংঘটিত করারও সিদ্ধান্ত নেয়। বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস। একই সাথে এদিন তিনি দাবিগুলি উত্থাপন করে বিগত সরকারের সমালোচনা করেন। তিনি বলেন বিগত সরকারের বেশ কিছু অনৈতিক সিদ্ধান্তের কারণে আজ রাজ্যের শিক্ষক কর্মচারীরা নানান দিক দিয়ে বঞ্চনার শিকার। এরমধ্যে আবার বর্তমান সময়ে জ্বলন্ত সমস্যা হল ১০৩২৩। এপ্রসঙ্গে এদিন প্রাক্তন বাম সাংসদ শ্রী বিশ্বাস বলেন,
চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকারা এক করুণ অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছেন। বিগত বামফ্রন্ট সরকারের ভূল নীতিই আজ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি কোর্ট ও আইনের বেড়াজালের মধ্যে না রেখে মানবিকতার দৃষ্টিতে তাদের কাজে ফিরিয়ে নিয়ে অনিশ্চিত ও অসহায় পরিবারগুলিকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা উচিত সরকারের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাজনৈতিক হিংসার জেড়ে দোকানে আগুন দেওয়ার অভিযোগ
Next post উপজাতি ছাত্র ইউনিয়ন ও উপজাতি যুব ফেডারেশনের এক প্রতিনিধি দলের ডেপুটেশন
%d bloggers like this: