আগরতলা থেকে শিলচরগামী রেলে করে কুমারঘাট যাবার পথে চার বাংলাদেশী নাগরিক ও এক পাচারকারীকে আটক করে তেলিয়ামুড়া রেল পুলিশ! জানা যায়, বুধবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ আগরতলা থেকে শিলচর গামী রেলে করে কুমারঘাট যাবার পথে চার বাংলাদেশী নাগরিক যথাক্রমে ধীরেন্দ্র বিশ্বাস (৬০); অঙ্কিত বিশ্বাস (১৯); মিকন বিশ্বাস (১৮); সাথী বিশ্বাস (১৮) সহ পার্শ্ববর্তী রাজ্য আসামের শিলচরের বাসিন্দা ভানু সরকার (৫৪)-কে আটক করে, তেলিয়ামুড়া রেল পুলিশ। পরবর্তীতে প্রাথমিক তদন্তের পর জানা যায় তারা এই করে কুমারঘাট যাচ্ছিল কোন এক নিকট আত্মীয়ের বাড়িতে। যদিও তেলিয়ামুড়া রেল পুলিশ তাদের বুধবার বিকেল নাগাদ খোয়াই আদালতে সোপর্দ করে বলে খবর। তবে প্রায় প্রতিদিন যেভাবে অহরহ ভারতীয় সীমানা অতিক্রম করে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের নাগরিক চোরা পথে ভারতে প্রবেশ করছে তাতে কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর দিকে আঙ্গুল উঠছে।