অবৈধ নেশা সামগ্রী অভিযানে এবার বড় ধরনের সাফল্য পেল রাজধানী আগরতলা এনসিসি থানার পুলিশ। সন্দেহজনক একটি দ্রুত গতিতে যাওয়া গাড়ি আটক করে থানার পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করল প্রচুর পরিমাণ নেশা জাতীয় অবৈধ সামগ্রী ফেনসিডিল। যার বাজার মূল্য আনুমানিক প্রায় কোটি টাকা। ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাতে আগরতলা নন্দনগর এলাকায় এনসিসি থানার পুলিশ রুটিন মাফিক তল্লাশিতে নামে। তখন দ্রুত গতিতে যাওয়া একটি গাড়ির প্রতি পুলিশের সন্দেহ হলে সেটিকে আটক করে তল্লাশি চালায়। আর এই তল্লাশিতেই পুলিশ পেল বড় ধরনের সাফল্য। গাড়িতে থাকা প্রায় ৯ হাজার ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্য আনুমানিক প্রায় কোটি টাকা। একই সাথে পুলিশ সোনামুরা এলাকার বাসিন্দা ফারুকুল ইসলাম নামে এক যুবককেও আটক করতে সক্ষম হয়। রবিবার ধৃত যুবককে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুলে পুলিশ।