আবারো শ্রমজীবী মানুষদের জীবন জিবিকার স্বার্থে সরব হল সিট্যু। শ্রমজীবী মানুষের জীবন জিবিকার উপর আক্রমনের প্রতিবাদে ও আরো বেশ কিছু দাবিতে মঙ্গলবার শ্রম কমিশনারের কাছে গন ডেপুটেশন দিল সিট্যু । এদিন প্রথমে রাজধানীর মেলারমাঠস্থিত সি পি আই এম দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে বটতলা হয়ে শ্রম ভবনের সামনে যায়। এরপর সেখান থেকে এক প্রতিনিধি দল গিয়ে শ্রম কমিশনের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। প্রতিনিধি দলে ছিলেন সিট্যুর নেতৃত্ব মানিক দে , তপন দাস সহ আরও অনেকে। তারা কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।