শুক্রবার রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করলেন সচিবালয়ে l সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আগামী ৩০ শে জুলাই মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের সামনে উদ্বোধন হবে উইকেন্ড ট্যুরিস্ট হাব এর সূচনা করবেন l অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার l উইকেন্ড ট্যুরিস্ট হাবটি সপ্তাহের শনি ও রবিবার খোলা থাকবে বলে মন্ত্রী জানান l এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও দপ্তরের অধিকর্তা l