বর্তমানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে পণ্য আনলোডিং প্রক্রিয়। বিগত বছরের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ৭.৪১ শতাংশ। ফেব্রুয়ারি, ২০২৩ মাসে ১১৪৮টি পণ্যবাহী রেক আনলোড করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্য শস্য, সার, সিমেন্ট, কয়লা, শাকসবজি, অটো, ট্যাঙ্ক, কনটেইনারের মত পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে। ফেব্রুয়ারি, ২০২৩ সময়সীমার মধ্যে অসমে পণ্যবাহী ট্রেনের ৬৬৪টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩১০টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৮৬টি রেক, নাগাল্যান্ডে ১৫টি রেক, মণিপুরে ৭টি রেক, অরুণাচল প্রদেশে ৬টি রেক, মিজোরামে ৭টি রেক এবং মেঘালয়ে ১টি করে রেক আনলোড করা হয়। এছাড়াও, সংশ্লিষ্ট মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ১৮৮টি পণ্য রেক ও বিহারে ১৭৪টি পণ্য রেক আনলোড করা হয়েছিল।উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণের কাজ দ্রুতগতিতে পরিচালনা করা হচ্ছে যার ফলে পণ্যবাহী ট্রাফিকের অন্তর্মুখী ও বহির্মুখী চলাচল বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে