সোমবার সকালে উদয়পুর মাতাবাড়ি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটিএম কাউন্টারে হঠাৎ আগুন দেখতে পায় পথচলতি জনগণ। খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। তারা গিয়ে দেখতে পায় মাতাবাড়ি ভিআইপি গেইট সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এটিএম কাউন্টারে আগুন। এটিএম কাউন্টারের ভিতরে আগুনের লেলিহান শিখা দেখে দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। পরবর্তী সময়ে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষে জানানো হয় শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে বলে ধারণা। পরবর্তী সময়ে তারা আরও বিস্তারিত তদন্ত করবে বলে জানান। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে তারা বলতেন পারবেনা যতক্ষণ পর্যন্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মীরা আছে। এই ঘটনা মাতাবাড়ি চত্বরে দেখা দেয় আতঙ্ক।