এক দেশ, এক নির্বাচন আগামীদিনে ভারতে প্রচলন করা যাবে কিনা কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া দপ্তর মতামতের উপর সমীক্ষা গ্ৰহন করছে। বিশেষ করে ১৮ থেকে ২৫ বছর বয়সের মধ্যে সকল ছাত্র ছাত্রীদের কাছ থেকে মতামত দেওয়ার জন্য My Bharat পোটালে রেজিস্ট্রেশন করে বিকশিত ভারত সম্পর্কে এক মিনিটের ভিডিও আগামী নয়ই মার্চের মধ্যে আপলোড করার জন্য আহ্বান রাখেন বিলোনিয়া ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস । বিলোনিয়া ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষের কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান অধ্যক্ষ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে অধ্যক্ষ আরো জানান এক দেশ এক নির্বাচন হবে কিনা তার মতামত জানার জন্য আগামী ১২ ও ১৩ মার্চ সারা ভারত বর্ষে “বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ২০২৫” অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে রাজ্যকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। দক্ষিণ জোনে রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা ও গোমতী জেলা। কেন্দ্র থেকে দক্ষিণ জোনের চেয়ারম্যানের দ্বায়িত্ব দেওয়া হয়েছে বিলোনীয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডা. মনোরঞ্জন দাস কে। তিনি বলেন ইতিমধ্যে অরগানাইজেশন কমিটি করা হয়েছে। দক্ষিণ এবং গোমতী জেলার সমস্ত কলেজের অধ্যক্ষ এবং জেলা শিক্ষা আধিকারিক কে ১৮ থেকে ২৫ বছরের ছাত্র ছাত্রীদের অনলাইন আবেদন করতে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ২০২৫” দক্ষিণ জোনে সার্বিক সফলতা আনতে এক রূপরেখা তৈরি করতে আগামী ৬ মার্চ দক্ষিণ জোনের সমস্ত কলেজ ও দ্বাদশ বিদ্যালয়ের অধ্যক্ষ এবং জেলা শিক্ষা আধিকারিক দের সাথে বৈঠক করবেন বলে দক্ষিণ জোনের চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস জানিয়েছেন।