রাজ্যে এক দিকে যেমনি চুরি ছিনতাইয়ের ঘটনা দৈনন্দিন রুটিনে পরিনত হয়েছে । অন্যদিকে তেমনি চুরি হওয়া জিনিস ফিরিয়ে দিতেও বড়সড় সাফল্য অর্জন করে যাচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন। ঘটনার বিবরণে প্রকাশ, ২০২২ সালে বিশাল নাথের চুরি হওয়া বাইকটি অনেক খুঁজাখুঁজির পর না পাওয়ায় বাইকের মালিক ২০২৩ সালের জানুয়ারি মাসে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানিয়ে মামলা করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে আসে যে, বাইকটি আগরতলা মিলন চক্র এলাকায় রয়েছে। সেই সূত্রে আগরতলায় ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ | শেষ পর্যন্ত আগরতলা পুলিশের সহযোগিতায় বাইক সহ অমিত দেব এবং ঝুটন দাস নামে দুই চোরকে গ্রেফতার করেছে | ধৃতদের ধর্মনগর থানার পুলিশ বৃহস্পতিবার ধর্মনগর আদালতে তুলবে বলে জানিয়েছে অফিসার ইনচার্জ শিবু রঞ্জন দে ।