বৃহস্পতিবার সকালে রাজধানীর বলদাখাল এলাকায় গরু চোরের অপবাদে নন্দু সরকার নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়। এই খুনের অভিযোগে এদিন রাতেই ভাস্কর দাস ও দিবাকর দাস নামে দুই ব্যক্তিকে আটক করে পূর্ব থানার পুলিশ। এদের বাড়ি শহরতলীর চাম্পামুড়া এলাকায়। উভয়ই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।শুক্রবার এবিষয়ে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী জানান, এই ঘটনার সাথে আরো কয়েকজন অভিযুক্ত আছেন । তবে মামলার তদন্তের স্বার্থে এদের নাম গোপন রাখা হয়েছে ।এখন গোটা ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।