শনিবার গভীর রাতে প্রবল বৃষ্টির মধ্যে বিশালগড় থানাধীন করইমুড়া বাজারের পরিত্যক্ত কংগ্রেস ভবনের ভিতরে আশ্রয় নেওয়া এক ভবঘুরে বৃদ্ধার উপর পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠে গজারিয়া এলাকার নিতাই দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে স্থানীয়রা ভবঘুরের চিৎকার শুনে ঘটনাস্থল ছুটে গেলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত নিতাই দাস। পরে স্থানীয় যুবকদের তৎপরতায় আটক করা হয় অভিযুক্তকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে পুলিশ। ভবঘুরে মহিলার উপর পাশবিক নির্যাতনের ঘটনা চাউর হতেই ছি ছি রব এলাকায়।