বর্তমান এক মন্ত্রী এবং প্রাক্তন দুই মন্ত্রীর হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্ধোধন হলো কৈলাসহরের “শিশু নিকেতন হাই স্কুলের সুবর্ন জয়ন্তী বর্ষের বর্ষব্যাপী অনুস্টানের। কৈলাসহরের প্রাচীন ও খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান “শিশু নিকেতন হাই স্কুল” তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের উদযাপন শুরু করলো। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি তার পঞ্চাশ বছরের গৌরবময় যাত্রা পেরিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী অনুষ্ঠান

সুবর্ণ জয়ন্তী উদযাপনের সূচনা করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়, প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বিরজীত সিনহা, প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী তপন চক্রবর্তী। এছাড়াও উদ্ধোধনী অনুস্টানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রাণী দেবরায়, স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান অরুপ দেবরায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। শিক্ষার্থীদের নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমেএই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আয়োজক কমিটির কনভেনার অরুপ দেব চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন, যা দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্যায়ের পাঁচ দিনের এই উদযাপনের শুভারম্ভ ঘটে। বিদ্যালয়ের প্রধানশিক্ষক তার বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের অবদান ও বিদ্যালয়ের অগ্রগতির কথা উল্লেখ করেন। প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী তপন চক্রবর্তী বিদ্যালয়ের উন্নতিকল্পে ৫০ হাজার টাকার একটি চেক বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন। রাজ্যের প্রাক্তন গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী অনন্ত পালকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে জানান উদ্যোক্তারা। মন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের উপর সর্বদা গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, রাজ্য সরকার ঊনকোটি জেলায় বেশ কয়েকটি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে। মন্ত্রী যুবকদের আত্মনির্ভরশীলতার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন এবং তাদের আত্মবিশ্বাসী হয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর আহ্বান জানান। উদ্ধোধনী অনুষ্ঠানের মঞ্চটি বিদ্যালয়ের প্রয়াত প্রাক্তন ছাত্র তুহিন চক্রবর্তীর নামে উৎসর্গ করা হয়। উদ্যোক্তারা জানান, পাঁচ দিনের এই অনুষ্ঠানমালায় প্রতিদিন ভিন্ন প্রয়াত প্রাক্তন ছাত্রের নামে মঞ্চের নামকরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শহরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। “শিশু নিকেতন হাইস্কুল” এর এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ ও গৌরবের এক বিশেষ মুহূর্ত বলেই মনে করছেন শহরের সকল অংশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।