প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়েছেন আগেই৷ এবার শুল্ক দুর্নীতি কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রীকেই সরাসরি ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ আগামী ২ নভেম্বর যাবতীয় প্রয়োজনীয় নথি পত্র নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির ইডি-র দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হল৷ এর আগে আবগারি কাণ্ডেই কেজরি-কে ডেকে পাঠিয়েছিল সিবিআই৷চলতি মাসের শুরুর দিকে আবগারি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন আপ পরিবারের আরেক সদস্য সাংসদ সঞ্জয় সিং৷ সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন ইডির গোয়েন্দারা। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করে সেই সমস্ত তথ্যই যাচাই করে নিতে চাইছেন ইডির তদন্তকারীর। এর আগে গত ১৬ এপ্রিল, আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এই মামলায় ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post পুজোর সময় আলোকিত থাকবে শহর! লোড শেডিং থাকবে না – জানালেন রতন লাল নাথ
Next post উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু
%d bloggers like this: