বিদেশের আইনজীবী মহল যেন ভারতীয় বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারে, সেই উদারীকরণের মানসিকতা থেকেই বিদেশি আইনজীবীদেরও ভারতের আদালতে প্র্যাকটিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ছে বার কাউন্সিল। তবে এখনই সমস্ত ক্ষেত্রে মামলা লড়ার সুযোগ পাবেন না বিদেশি আইনজীবীরা। শুধুমাত্র আন্তর্জাতিক আইন ও বিদেশি আইনের আওতায় থাকা মামলা গুলির সঙ্গে তাঁরা যুক্ত থাকতে পারেন। এহেন সিদ্ধান্তে প্রশ্ন উঠছে, বিদেশিদের অনুমতি দেওয়ার ফলে সমস্যায় পড়বেন ভারতীয় আইনজীবীরা। তবে বার কাউন্সিলের মতে, ভারতীয় আইন সংক্রান্ত মামলাগুলিতে আইনি প্রক্রিয়ায় শামিল হবেন শুধু ভারতীয় আইনজীবীরাই। ফলে তাঁদের কর্মসংস্থানের সেভাবে প্রভাব পড়বে না।মামলা লড়া নয়, সাধারণ মানুষকে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেওয়ার ক্ষেত্রেই বিদেশি সংস্থাগুলিকে অগ্রাধিকার দিতে চাইছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। মামলা না করে সালিশির মাধ্যমেই যেন আইনি সমস্যা মিটিয়ে নেওয়া যায়, সেই উদ্দেশেই বিদেশি ল ফার্মগুলিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাজ্যপালদের আরও সতর্কভাবে ক্ষমতা ব্যবহার করা উচিত। শিব সেনা বিতর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের।
Next post আজ বিধানসভায় শপথ গ্রহণ
%d bloggers like this: