মূলত রাজ্যের খেলোয়াড়দের স্বার্থে রাজধানীর এম.বি.বি স্টেডিয়ামে ইন্ডোর সিন্থেটিক প্যাকটিস সেড তৈরি করা হল।বৃহস্পতিবার সিন্থেটিক সেড এর উদ্বোধন করলেন টি.সি.এ সচিব তাপস ঘোষ।উপস্থিত ছিলেন টি সি এ’র সহ সভাপতি তিমির চন্দ সহ অন্যান্য কর্মকর্তারা।এদিন এক সাক্ষাৎকারে টি সি এ সচিব বলেন, ২০২১ সালেই এটা উদ্ধোধন হওয়ার কথা ছিল । কিন্তু করোনা মহামারির কারনে তা হয়ে উঠতে পারেনি। গত মাসে কাজ সম্পন্ন হয়েছে।তাই যেহেতু ক্লাব ক্রিকেট চালু হয়েছে , তাই সিনিয়র ডিভিশন খেলোয়াড়রা যাতে প্র্যাকটিস করতে পারে, এই বিষয়টি মাথায় রেখেই উদ্ধোধন করা হয়েছে বলে তিনি জানান।