রবিবার পৌষ সংক্রান্তির দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ভার্চুয়াল ভাবে রাজধানীর এস পি মুখার্জি সরনি এলাকায় অত্যাধুনিক ই এস আই হসপিটাল এর অফিসিয়াল বাংলোর উদ্বোধন করেন l এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী ও রাজ্যের মুখ্য সচিব সহ অন্যান্যরা l অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী বলেন, এটা অত্যন্ত খুশির দিন ও আনন্দের বিষয় l আজ এমনিতেও একটা ভাল দিন l অনেক দিন ধরেই এই বিষয়ে কথা বার্তা চলছিল l এনিয়ে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বার বার কথা হয়েছে l হাতে সময় কম থাকায় আজকে ভার্চুয়ালি ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী জানান l খুব শীঘ্রই এর জন্য জমি তুলে দেওয়া হবে বলে তিনি আরও জানান l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বায়ু ভিলেজ টু এর সূচনা করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা
Next post নির্বাচনী জোট নিয়ে দ্বিধায় প্রদ্যুৎ
%d bloggers like this: