বাইখোড়া এস এস বি ক্যাম্পের কালিমন্দিরে চুরি সংগঠীত করলো চোরেরদল।

ঘটনার বিবরনে জানাযায় সোমবার বাইখোড়ায় এস এস বি ক্যাম্পে অবস্থিত কালীমন্দিরে সকালবেলায় পূজা দিতেএসে পুরহিত দেখতেপান মায়ের মন্দিরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। পরবর্তী সময় জানাযায় মায়ের মন্দিরে ৬ থেকে ৭ ভরি ওজনের একটি স্বর্নের চেইন সহ অন্যান্য স্বর্ন অলঙ্কার ও প্রনামি বাক্স ভেঙ্গে নগদ অর্থ নিয়েযায় চোরের দল। এই চুরির ঘটনা জানার পর ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনকরে চুরির রহস্য উন্মোচনে তদন্তে নেমেছেন। ধারনাকরাহচ্ছে রবিবার রাত্রিবেলায় বৃষ্টি চলালাকালিন সময়ে এই চুরি সংঘটিত করেছে চোরেরদল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই এস এস বি ক্যাম্পে বর্তমানে সি আর পি এফ জোওয়ানরা রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জোওয়ান থাকা সত্বেও কিভাবে এই চুরি সংগঠীত করাহয়েছে। ক্যাম্প থাকা সত্বেও এইভাবে চুরি সংগঠিত হোওয়ায় কেন্দ্রীয় বাহিনীর জোওয়ানদের দায়িত্ব নিয়ে প্রশ্ন করছে এলাকার লোকজনেরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সংখ্যালঘুদের উচ্ছেদ না করার দাবিতে ডেপুটেশান
Next post আড়াই বছরের শিশুকন্যাকে রেখে পালিয়ে গেলে মা
%d bloggers like this: