গত শুক্রবার রাতে করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শোকবার্তা পাঠিয়েছেন তিনি। ভয়াবহ দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কয়েক দশক আগে ওড়িশা সফরের স্মৃতিচারণও করেন তিনি।সোমবার নিজের শোক বার্তায় চার্লস বলেন, “বালেশ্বরে ঘটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি ও আমার স্ত্রী শোকস্তব্ধ। এই ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমি আশা করি আপনারা জানেন যে ব্রিটেনের হৃদয়ে ভারত ও ভারতবাসীর জন্য বিশেষ জায়গা রয়েছে। ১৯৮০ সালে আমি ওড়িশা গিয়েছিলাম। সেবার অনেকের সঙ্গেই সাক্ষাৎ হয় আমার। সেই সফরের মধুর স্মৃতি আজও টাটকা।” উল্লেখ্য, গত শুক্রবার রাতে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা হয়। তাতে প্রাণ হারিয়েছেন ২৭৫ জন যাত্রী। তারপর থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। মৃত এবং আহতদের উদ্ধারকাজ শেষ হওয়ার পর শুরু হয় ট্রেন লাইন মেরামতির কাজ। অন্তত ১০০০ জনের চেষ্টায় একান্ন ঘণ্টার মধ্যে মেরামতির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের কথা উল্লেখ করতে গিয়ে কার্যত কেঁদেও ফেলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য !
Next post প্রজ্ঞা ভবনে একদিনের ওড়িয়েস্টেশন প্রোগ্রামের আয়োজন
%d bloggers like this: