গতকাল রাতে কংগ্রেস নেতা জয়দুল হোসেনের উপর প্রাণঘাতী আক্রমণের প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি বীজিত সিংহার নেতৃত্বে এক প্রতিনিধি দল বিশালগড় থানার ওসির নিকট ডেপুটেশন প্রদান করেন।
ঘটনা বিবরণের জানা যায় গতকাল রাতে বিশালগড় দূর্গানগর ঘনিয়ামারা চৌমনি এলাকায় দলীয় কাজের মিটিং সেরে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতিকারী কংগ্রেস নেতা জয়দুল হোসেনকে মারধর করে এবং তার গাড়ি ভেঙে চুরমার করে দেয় দুষ্কৃতিকারীরা তার সঙ্গে থাকা কয়েকজন কে মারধরও করে।

পরবর্তী সময়ে শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিত সিংহার নেতৃত্বে এক প্রতিনিধি দল বিশালগড় থানার ওসির নিকট এক ডেপুটেশন প্রদান করেন পাঁচজনের বিরুদ্ধে বিশালগড় থানা একটি মামলা করা হয়। এরা হলো (১)গৌতম দেববর্মা. (২) দীপক দে, (৩) মিঠন দাস (৪) অজিত দেব, (৫) হানিফ মিয়া তারা সকলে বিজেপি দলে কর্মী বলে অভিযোগ করা হয়েছে।
প্রদেশ কংগ্রেসের সভাপতি জানান পুলিশের কাছে নামধাম জানিয়ে মামলা করা হয়েছে,