কংগ্রেস দলের প্রাক্তন প্রদেশ সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা কে প্রানে মারার হুমকি দিল কিছু মাফিয়া! বুধাবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ তোলেন ক্ষোদ বিধায়ক নিজে! তিনি জানান নিগো মাফিয়ারা এই হুমকি দিয়েছেন, এদিন বিধায়ক বীরজিৎ সিনহা কার্যত কটাক্ষের সুরে বলেন একদিকে মুখ্যমন্ত্রী রাজ্যকে মাফিয়া মুক্ত করতে চাইছেন অন্যদিকে বিরোধী বিধায়ককে ফোনে হুমকি দিচ্ছে মাফিয়ারা! ঘটনার বিবরণ দিতে গিয়ে বীরজিৎ সিনহা জানান কৈলাশহরে পি ডাব্লিউ ডি’র একটি কাজকে কেন্দ্র করে এই হুমকি উনাকে প্রদান করা হয়েছে! উনি অভিযোগ করেন যে উনাকে প্রানে হত্যা করার নীল নক্সা করা হচ্ছে! এই অভিযোগের ভিত্তিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য পুলিশের মহানির্দেশক, জেলা সুপার এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষকে একটি চিঠি লিখেছেন! তিনি দাবী জানান উনার প্রানের সংশয় রয়েছে তাই উনাকে সিকিউরিটি দিতে হবে।