মূল্যবৃদ্ধির নিয়ে সংসদে আলোচনা করতে উঠে অভিনব প্রতিবাদ দেখালেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । একটি কাঁচা বেগুনে কামড়াতে দেখা গেল বারাসতের সাংসদকে।

এদিন কাকলি আলোচনা করতে উঠে বলেন, ‘সরকার কী চাইছে?

আমরা কাঁচা সবজি খাই?’ বলেই হাতে রাখা একটি ছোট সাইজের কাঁচা বেগুনে কামড় বসান কাকলি। তাঁর বক্তব্য, গত চার মাসে রান্নার গ্যাস ৬০০ টাকা থেকে বেড়ে ১১০০ টাকা হয়েছে। মানুষ কি রান্না করবে না? কাঁচা খাবার খাবে?

এমনিতে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদে প্রতিবাদের অভিনবত্ব নতুন কিছু না। বহু বছর আগে গিয়েছিলেন কংগ্রেস সরকারের সময়ে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদে গরুর গাড়ি চেপে অটলবহারী বাজপেয়ী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর ‘বাওয়াল’ চূড়ান্ত সময়সূচী শেষ করার সাথে সাথে আন্তরিক নোট শেয়ার করেছেন
Next post কংগ্রেস-বি জে পি মুখোমুখি সংঘর্ষে রনক্ষেত্র চড়িলাম
%d bloggers like this: