রাতের আঁধারে রাজধানীর পূর্ব থানার অন্তর্গত কামারপুকুর কালী মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবিষয়ে মন্দিরের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, শুক্রবার রাতে চোরের দল মন্দিরের দরজা ভেঙে প্রবেশ করে কালীমূর্তিতে থাকা স্বর্ণ অলংকার সহ একটি প্রণামী বাক্স ভেঙ্গে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। প্রণামি বাক্সের মধ্যে ছিল ১০ হাজার টাকার মত l যার চিত্র ধরা পরল সিসি ক্যামেরার মাধ্যমে।। শনিবার সকালে পূর্ব থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং একটি মামলা নিয়ে তদন্ত শুরু করে।রাজধানীর একটি ঘনবসতি এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে