বৃহস্পতিবার রাতে সাব্রুমের সাতচাঁদ ব্লকের শিবপ্রসাদ কলোনিতে রাবার বাগানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। একসাথে আগুন লেগে যায় নয় থেকে দশ হেক্টর জায়গাতে। তার মধ্যে কালবৈশাখী ছিল দোসর। মুহূর্তে আগুন ছড়িয়ে যেতে থাকে পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের দিকে। ঘটনাস্থলের ১০০ মিটার দূরেই গ্যাস গোডাউন। বিএসএফ, টিএসআর, দমকল বাহিনী এবং এলাকাবাসীর প্রচেষ্টায় প্রায় ৩ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।