আগামী ২৬ শে নভেম্বর দিল্লির কৃষক আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে সারা দেশের সাথে রাজ্যেও রাস্তায় নামবে কৃষকরা। সেদিন কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংঘটিত হবে রাজভবন অভিযান। সোমবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সারা ভারত কৃষক সভার রাজ্যে সম্পাদক পবিত্র কর। সংগঠনের সভাপতি অঘোর দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বদের পাশে রেখে এদিন সম্পাদক শ্রী কর সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১৫ নভেম্বর ব্রিটিশ ভারতের কৃষক আন্দোলনের অন্যতম স্থপতি বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যেও পতাকা উত্তোলন করা হবে। এছাড়া কৃষকদের দাবি-দাবানি আগামী ১৩ ডিসেম্বর আগরতলায় হবে কনভেনশন। পাশাপাশি এই দিন তিনি আরো জানান, আগামী ১৩ থেকে ১৬ ডিসেম্বর কেরালাতে অনুষ্ঠিত হবে সংগঠনের সর্বভারতীয় সম্মেলন। এই সম্মেলনে রাজ্য থেকে ৩৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করবে।