চড়িলাম পরিমল চৌমুহনি এলাকায় এক কৃষকের সব্জি ক্ষেত ধ্বংস করে দিল দুষ্কৃতিকারীরা সোমবার গভীর রাতে l মঙ্গলবার সকালে কান্নায় ভেঙে পড়ে ওই কৃষকের পরিবার ক্ষতি গ্রস্ত জমিতে। জানা যায় , চড়িলাম পরিমল চৌমুহনী এলাকায় কৃষক গৌতম দেবনাথ ও তার সহধর্মিনী রিঙ্কু দেবনাথ অনেক টাকা খরচ করে কৃষি জমিতে বিভিন্ন সব্জি ফসল লাগিয়ে ছিলেন l কিন্তু সোমবার গভীর রাতে একদল দুষ্কৃতিকারীরা উনার কৃষি জমিতে লাগানো সমস্ত সব্জি গাছ মাটি থেকে উগড়ে ফেলে দেয়l পাশাপাশি অনেক সব্জি গাছগুলো গোড়ায় কেটে দিয়ে ধ্বংস করে দেয়।এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে বিশালগড় থানায় দ্বারস্থ হলেন রিঙ্কু দেবনাথ সহ উনার পরিবারের লোকজন। এই বিষয়ে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেন গৌতম দেবনাথের সহধর্মিনী রিঙ্কু দেবনাথ। প্রসঙ্গত, প্রতিনিয়ত চড়িলাম বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক প্রতিহিংসা হিংসা যেন কোনো ভাবেই বন্ধ হচ্ছে না। প্রায় প্রতি দিনই চরিলাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রাতের আধারে দুষ্কৃতিকারীরা প্রতিনিয়ত মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছে এমন কি যে সমস্ত বাড়ি করে আক্রমণ করতে পারছে না ।তাদের বিভিন্ন কৃষি জমিতে আক্রমণ চালিয়ে সমস্ত কৃষি জমি কিছু নষ্ট করে দিচ্ছে দুষ্কৃতি কারীরা। এই বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এর দাবী জানাচ্ছেন এলাকাবাসী।