রোগীদের জন্য ক্ষতিকর প্রমাণিত হওয়ার পরই কেন্দ্র ১৪টি ফিক্স ডোজ কম্বিনেশন তথা ‘ককটেল ওষুধ’ নিষিদ্ধ করেছে। সাধারণ ভাবে ককটেল ওষুধ বলতে বোঝায়, একটি ওষুধের মধ্যে অনেকগুলি ওষুধের সংমিশ্রণ রয়েছে। কিন্তু বিশেষজ্ঞ কমিটি পরীক্ষা করে দেখে যে ওই ওষুধ রোগীদের পক্ষে বিপজ্জনক। সেই রিপোর্ট আসার পর মোদি সরকার ওই ওষুধ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।উল্লেখ্য, কমিটি ওই ওষুধের ‘ককটেল’কে ক্ষতিকারক ও থেরাপিউটিক ন্যায্যতার অভাব রয়েছে বলে উল্লেখ করেছে। এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এতে রয়েছে সাধারণ সংক্রমণ, সর্দিকাশি ও জ্বর নিরাময়ের ওষুধ। নিমেসুলাইড+ প্যারাসিটামল ডিসপারসিবেল ট্যাবলেট, অ্যামোক্সিসিলিন+ব্রোমহেক্সিনের মত ককটেল।