সাম্প্রতিক কালে কৈলাসহরে অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান সহ আরও কয়েকজনের বিরুদ্ধে বিজেপি ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে আগামী দুই তিন দিনের মধ্যে মামলা করা হবে বলে বিজেপি ঊনকোটি জেলা কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে। বাইশ অক্টোবর মংগলবার জেলা কমিটির অফিসে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ, জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা ও জেলা কমিটির প্রবক্তা দেবাশীষ সেন। সাংবাদিক সম্মেলনে জেলা প্রবক্তা দেবাশীষ সেন বলেন, উত্তর জেলার পানিসাগরের পেকুছড়ার ঘটনাকে কেন্দ্র করে বিগত পনেরো অক্টোবর সন্ধ্যায় জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামানের নেতৃত্বে বড় মিছিল করা হয়েছিলো। ইরানি থানা ঘেরাও করে ডেপুটেশন প্রদান করা হয়েছিলো। ডেপুটেশনের নামে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং পুলিশের উপর আক্রমণ করা হয়েছিলো। এই খবর শহরে আসতেই শহরে ত্রাসের সৃষ্টি হয়। লক্ষী পূজার আগের দিন এই ঘটনা ঘটার ফলে ব্যবসায়ীরা মাথায় হাত দেন। লক্ষী পূজার বাজার নষ্ট হয়ে যায়। বিনা অনুমতিতে সেই দিন মিছিল করা হয়েছিলো। যেসব দুষ্কৃতিকারীরা পুলিশের গাড়ি ভাংচুর করেছিলো এবং তাদেরকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নাম দিয়ে আগামী দুই তিন দিনের মধ্যে মামলা করবে বিজেপি ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে বলে দেবাশীষ সেন জানান. জেলা প্রবক্তা দেবাশীষ সেন কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ করেন যে, স্থানীয় বিধায়ক বিরজিত সিনহা বিভিন্ন সংবাদপত্র ও সামাজিক মাধ্যমে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের তিনি তীব্র ধিক্কার জানান। সাম্প্রতিক কালে বিরজিত সিনহা বলেছিলেন কৈলাসহরের যুবরাজনগরের মসজিদে মুসলমানরা আগুন লাগিয়ে ছিলো। বিধায়ক বিরজিত সিনহা এতসব জানেন যেহেতু তাহলে, কেন উনি প্রশাসনের নিকট সমস্ত কিছু জানাচ্ছেন না? মূলত কৈলাসহরে অস্থির পরিবেশ তৈরির জন্য বিধায়ক বিরজিত সিনহাকেই প্রকাশ্যেই সাংবাদিক সম্মেলনে দায়ী করেন জেলা প্রবক্তা দেবাশীষ সেন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কতদিন বাড়ল আধার কার্ড আপডেট করার সময়, জেনে নিন বিস্তারিত
Next post তিনি রতন টাটা! নিজের সম্পত্তির ভাগ দিয়ে গেলেন তিন দশকের তাঁর রাঁধুনিকেও
%d bloggers like this: