বিশালগড় করইমুড়া বাজার থেকে গাড়ি ও স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।
ঘটনা বিবরণের জানা যায় সোমবার রাত ৯ টা নাগাদ বিশালগড় থেকে TR07B1820 নাম্বারের বোলেরো গাড়িটি রহিমপুর যাবার পথে করইমুড়া বাজারে দুষ্কৃতিকারীদের খপ্পরে পড়ে গাড়িতে থাকা চালক ও সহচালকের কাছ থেকে স্বর্ণের চেইন ও বোলোরো গাড়িতে ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতিকাররা।
পরবর্তী সময়ে গাড়িতে থাকা চালক মোঃ হানিফ খবর দেওয়া হয় বিশালগড় থানায় বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে TR07B1820 নাম্বারের বোলেরো গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ দুষ্কৃতিকারীদের টিকেল নাগাল পায়নি।
বর্তমানে বোলেরো গাড়িটি বিশালগড় থানায় পুলিশের হেফাজত রয়েছে