এ কেমন সমাজ। নিজের গর্ভধারিনী মায়ের হাতে গুরুতর ভাবে আহত নয় বছরের এক শিশু কন্যা। গত ২৩শে এপ্রিল ফটিকরায় থানার অন্তর্গত তরণী নগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মরণ দত্তের স্ত্রী দিপ্তী মজুমদার এবং উনার সৎ ছেলে গোবিন্দ সরকার তৃতীয় শ্রেণীতে পাঠরতা নয় বছরের শিশু কন্যাকে অমানবিকভাবে মারধর করে এবং হাতা গরম করে ওই শিশু কন্যার পা এবং মুখ পুড়ে দেয়। ঘটনার দিনই ওই শিশু কন্যাকে তার বাবা মরণ দত্ত কাঞ্চন বাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করায়। এই অমানবিক ঘটনার পর গত বুধবার শিশুকন্যার বাবা মরণ দত্ত এবং স্থানীয় এলাকাবাসীরা মিলে ফটিকরায় থানায় স্ত্রী দীপ্তি মজুমদার এবং সৎ পুত্র গোবিন্দ সরকারের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করেন। ফটিকরায় থানার পুলিশ লিখিত অভিযোগ পেয়ে একটি মামলা নথিভূক্ত করে ।। এরপর বৃহস্পতিবার ফটিকরায় থানার পুলিশ অভিযুক্ত দীপ্তি মজুমদার এবং গোবিন্দ সরকারকে গ্রেফতার করে। এদিন ধৃত দুই অভিযুক্তকে ঊনকোটি জেলা ও দায়রা জজের আদালতে প্রেরণ করা হয়। এদিকে আহত শিশুটির অবস্থা এখনো আশঙ্কা জনক বলে জানা গেছে। শিশু কন্যাটির পা এবং মুখ সম্পূর্ণভাবে ঝলসে গেছে। এলাকা সূত্রে জানা গেছে দীপ্তি মজুমদার দুই বিয়ে করেছিল। এলাকা সূত্রে আরো জানা গেছে দীপ্তি মজুমদার দীর্ঘদিন ধরেই বাড়িতে নেশা ব্যবসা করে আসছিল। তবে মা এবং সৎ ছেলের এই ধরনের জঘন্যতম ঘটনায় মহিলার স্বামী মরণ দত্ত সহ স্থানীয় এলাকাবাসীরা ধৃত মা এবং ছেলের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। নয় বছরের শিশু কন্যার চিকিৎসার জন্য এদিকে বাবা মরণ দত্ত রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন। এখন দেখার রাজ্য সরকার এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশন ওই শিশুটির চিকিৎসার জন্য এবং অভিযুক্ত মা এবং ছেলের কঠোর শাস্তির ব্যবস্থার জন্য কি পদক্ষেপ গ্রহণ করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post দেশলাইকাঠি দিয়ে ঘর সাজানোর জিনিস
Next post হাতে নাতে ধরা পড়ল তিপ্রা মথা দলের এক নেতা
%d bloggers like this: