কৈলাশহর দুর্গানগর এলাকা দিয়ে নম্বর বিহীন মালবাহী টুকটুক দিয়ে সমরুর-পাড় এলাকা থেকে গরুগুলি নিয়ে আসার সময় দুর্গানগর এলাকাবাসীদের নজরে পড়ে এবং গাড়ি সহ তিনজনকে আটক করে । পরবর্তী সময়ে কৈলাশহর থানায় খবর দেওয়া হলে কৈলাশহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কৈলাশহর থানার পুলিশ গাড়িটিকে আটক করে কৈলাশর থানায় নিয়ে যায়

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মধ্যযুগীয় বর্বরতার শিকার এক গৃহবধূ
Next post মঙ্গলবার সাত সকালে তিহার জেলে ফের কয়েদিদের মধ্যে সংঘর্ষ
%d bloggers like this: