আজ সকালে বিশালগড় মহকুমার জাঙ্গালিয়া স্কুলের সামনে ডি আই গাড়ি ও স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল স্কুটি চালকের। মৃতের নাম চন্দন দেবনাথ।তার বাড়ি চড়িলামস্থিত গৌতম কলোনী এলাকায়।স্থানীয় লোকজনেরা ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দফতরে খবর দেয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। এই মর্মান্তিক ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।