রাজ্যে যখন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইলেকশন কমিশনারের নির্দেশে চেকিং করা হচ্ছে। তখনই উদয়পুর নবশক্তি সংঘ সংলগ্ন এলাকায় নাকা চেকিং এর সময় ৬ লক্ষ টাকা নগদ উদ্ধার করতে সক্ষম হয় আরক্ষা কর্মীরা। জানা যায় অমরপুর থেকে একটি TR03M6047 নম্বরের মারুতি গাড়ি বিশ্রামগঞ্জ এর উদ্দেশ্যে রওনা হলে তখনই নাকা পয়েন্টে চেকিং এর সময় এই টাকাগুলি নাকা পয়েন্টে থাকা সেক্টর অফিসার এবং নির্বাচনী দপ্তরের দায়িত্বে থাকা কর্মীরা গাড়ি তল্লাশি করে এবং টাকা গুলি দেখতে পায়। তৎক্ষণাৎ গাড়ির চালকের কাছে এ টাকা গুলির বৈধ কাগজপত্র চাওয়া হয় কিন্তু গাড়ি চালক বৈধ কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি, তাই টাকাগুলি বাজেয়াপ্ত করে আধিকারিকরা।পাশাপাশি এই গাড়ি এবং গাড়ির চালককেও ঘটনাস্থলে আটক করে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।