কমলা সাগর বিধানসভার অন্তর্গত মধুপুর ভজেন্দ্রনগর এলাকার বাসিন্দা তথা সিপিআইএম কর্মী রিংকু চৌধুরী এবং তার পরিবারকে প্রতিনিয়ত হুমকি-ধমকি এবং আক্রমণ করার চেষ্টা করে স্থানীয় কিছু রাজনৈতিক কর্মী। অভিযুগ উঠেছে যে গত বৃহস্পতিবার শাসক দলের কর্মীরা রিংকু চৌধুরী নামে ওই গৃহবধুর বাড়িতে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে, গৃহবধূ সহ তার পরিবারের লোকজনদের মারধর করে। গৃহবধূ রিঙ্কু চৌধুরীর একটি পা ভেঙে দেয় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post অফিসারদের সামনে নেতাদের মুখোশ খুলে দেয় আম জনতা !
Next post সম লিঙ্গ বিবাহ নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ এর ডেপুটেশন
%d bloggers like this: